ক্যান্সারের একটা সরল পরিচয়

Posted: মার্চ 8, 2012 in Uncategorized

মূল লেখাটা পাবেন: এই ঠিকানায়

ক্যান্সারের একটা সরল পরিচয় আমরা নিতে পারি – ক্যান্সার একটি স্বাধীন কোষ – স্বভাবে সে অন্য সব কোষের থেকে আলাদা – একটা বোহেমিয়ান জীবনে সে অভস্থ্য – শরীরের ভাল মন্দের সে কোনো ধার ধারে না – আবার তাকে আমাদের শরীর শত্রু মনে করে না, তা করলে শরীর নিজেই একটা প্রতিরোধ ব্যবস্থ্যা নিতো – এটা ভেবে দেখুন ক্যান্সার নিয়ে আপনার কি আতঙ্ক আর আমাদের শরীরের রক্ত তাকে বয়ে বেড়ায় কিন্তু কোন প্রতিরোধ করে না – হরমন গুলো যারা এর কথা ওর কাছে পৌছে দিতে বা আপনাকে উত্তেজিত করতে ওস্তাদ – তারাও আপনাকে কোন খবর দেয় না – কারণ ওরা ক্যান্সারকে নিজের মনে করে – অর্থাত্ ক্যান্সার শরীরের সহজাত কোষ – এদিকে যখন ক্যান্সার কোষগুলি নিয়ম ভাঙার খেলায় ব্যাস্ত – তখন ওদের দেখাদেখি স্বাভাবিক কোষগুলির মধ্যে কেউ কেউ এই বোহেমিয়ন জীবনে আকৃষ্ট হয়ে পরে – আর ধীরে ধীরে রিক্রুটমেন্ট কোষে পরিণত হতে থাকে – আমরা এখনো বুঝতে পারিনি কেন এবং কি ভাবে স্বাভাবিক কোষ ক্যান্সার কোষে পরিনত হয় – কোটি কোটি ডলার এর পিছনে খরচ করেও আমেরিকার মতো দেশও ফেল ডাহা ফেল – এই রহস্য উদ্ধারে নেমে সবদেশই ফেলুরামের দলে – আসলে ক্যান্সার একটা স্বভাব যেমন ধরুণনা চুরি করা, মিথ্যা বলা, নেশা করা, পরচর্চা করা ইত্যাদী – ধরা যাক চুরি করা স্বভাব এটা এক ধরনের অসুখ – এর জন্য আপনার ব্যবস্থা কি মানুষটাকে বোঝানো – মানসিক ভাবে বদলানোর চেষ্টা করেন – নাকি দাড়করিয়ে গুলি করে দেন – তাতে মানুষটা মরে গেল, তার স্বভাবের কি হলো? যার জন্য তাকে গুলি করা হলো – কথায় বলে স্বভাব যায় না মলে – ক্যান্সার ও যার শরীরে আছে তার মৃত্যূ না হলে শেষ হয় না –

এই সরল সত্যটা স্বীকার না করে আমরা আমাদের সর্বনাস ডেকে আনছি – আমাদের অহঙ্কার আমাদের অন্ধ করেছে – আমরা ক্যান্সার ধ্বংসের ডাক দিয়ে সব রকম মারন অস্ত্র নিয়ে ঝাপিয়ে পরেছি – আর মাঝে মাঝে হুঙ্কার ছারছি এই পেয়ে গেছি মারন অস্ত্র আর ক্যাণ্সার থাকবে না – বড় বড় করে বিঙ্গাপন দিচ্ছি আমাদের কাছে আসুন আমরা সর্বাধুনিক পদ্ধতিতে ক্যান্সারের চিকিত্সা করিয়া থাকি – বিঙ্গাপনের বহর দেখে মনে হয় ক্যান্সার রুগী একজন খদ্দের মাত্র আর তার চিকিত্সা একটা পন্য – ভাবুন কোথায় আমরা নেমেছি – আর বিঙ্গাপন দেখে আমরা আমাদের প্রিয় মানুষটাকে নিয়ে ছুটছি গ্রাম থেকে শহরে – শহর থেকে আরো বড় শহরে – দেশ থেকে দেশান্তরে – প্রিয়জনের জন্য ধরে বসি সর্বস্য বাজী – আজ এই থাক আবার আগামী কাল – ভালো থাকুন।

এখানে আপনার মন্তব্য রেখে যান